যারা ই-কমার্স ওয়েবসাইট-এর মাধ্যমে business করতে চান কিংবা eCommerce website development শিখতে চান তাদের জন্যে আমাদের এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । এখানে রয়েছে eCommerce website তৈরি করার পূর্ণাঙ্গ গাইড লাইন এবং Real-Time ই-কমার্স ওয়েবসাইট তৈরির মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ ।
বর্তমান সময়ে “ই-কমার্স (eCommerce)” শব্দটির সাথে কম-বেশি সবাই পরিচিত । ই-কমার্স জোয়ারে ভাসছে গোঁটা বিশ্ব । ছোট, বড়, মাঝারি সকল ব্যবসা প্রতিষ্ঠানের জন্যেই eCommerce website হয়ে উঠেছে একটি অবিচ্ছেদ্য অংশ। শুধুমাত্র ই-কমার্স উপর নির্ভর করেও চলছে অনেক মানুষের জীবন ও জীবিকা । যদিও বাংলাদেশে ই-কমার্স (eCommerce) এর পালে মাত্র হওয়া লাগতে শুরু করেছে কিন্তু বিশ্বব্যাপী ই-কমার্স ক্ষেত্রে রয়েছে ব্যাপক চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ । তাই Online এ ব্যবসা করতে চাইলে নিজেকে তৈরি করার এখনই সঠিক সময় ।
online এ শপিং বা ঘরে বসে কেনাকাটা করার অত্যন্ত সহজ ও জনপ্রিয় মাধ্যম হলো eCommerce Website । বিক্রেতা তার পণ্য বা সেবা ইন্টারনেটের মাধ্যমে ভোক্তা বা ক্রেতার কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে যে ধরনের website ব্যবহার করে থাকেন, আমরা এই ধরনের website গুলকেই eCommerce website বা Online Shopping cart বলে থাকি । উদাহরণ হিসেবে আমাদের তৈরি করা কিছু দেশি ও বিদেশী eCommerce website এর Sample নিচে দেওয়া হলোঃ
Our Recent Developed eCommerce Websites
কেন eCommerce website development শিখব?
eCommerce website এর মাধ্যমে খুব অল্প পুঁজিতে ব্যবসা শুরু করা যায়। আপনি চিন্তা করুন যে, ব্যাবসা করার জন্য একটি দোকান করতে হলেও অনেক মূলধন প্রয়োজন । অপরদিকে আপনি স্বল্প পুঁজিতে একটা eCommerce website তৈরি করে খুব সহজেই online এ ব্যাবসা শুরু করতে পারেন । Online ব্যবসায় বিপুল সংখ্যক পণ্য মজুদ করতে হয় না, এমনকি অর্ডার পাবার পরও আপনি পণ্যটি কিনে ডেলিভারি দিতে পারেন । সেক্ষেত্রে পণ্যটির বর্তমান মূল্য সম্পর্কে সবসময় updated থাকতে হবে । ই-কমার্স এর আরও অনেক সুবিধা থাকায় আস্তে আস্তে এর প্রসারতা বেড়েই চলেছে ।
আপনারা যারা online এ ব্যবসা করতে চান এবং নিজেদের eCommerce website নিজেরাই maintain চান তাদের জন্য eCommerce website সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরী । আর যারা web development নিয়ে কাজ করেন তারা সহজেই eCommerce website development শিখে নিজের স্কিলকে বাড়িয়ে নিতে পারেন । বিশ্বব্যাপী যেই হারে eCommerce website তৈরি হচ্ছে সে তুলনায় ই-কমার্স developer অনেক কম। তাই আপনি eCommerce development শিখে বিভিন্ন job marketplace গুলোতে freelancing করতেও সমর্থ হবেন ।
আমি জানি যে web design and development এর বেসিক জ্ঞান না থাকলে eCommerce development শেখা যাবে না । কিন্তু যারা শুধু নিজেদের website নিজেরাই maintain করতে চান তারা অন্তত eCommerce website এর Admin panel টা ভাল ভাবে শিখে নিতে পারেন । এতে করে সহজেই আপনার eCommerce website এর administrative কাজ গুলো করতে পারবেন । কিংবা অন্য কাওকে দিয়ে কাজ করালেও তার সঠিক তদারকি করতে পারবেন ।
আর যাদের web design and development এর basic জানা আছে তারা নিজেদের eCommerce website developer হিসেবে তৈরি করতে পারেন । আমি নিজেও eCommerce website development নিয়ে online marketplace গুলোতে freelancing করি । বিশ্বব্যাপী eCommerce website developer দের ব্যাপক চাহিদা রয়েছে ।
যারা eCommerce developer হতে চান তারা ভাবুন, মানুষ আসলে কোথায় টাকা বিনিয়োগ করতে চায়? আপনারা আমার সাথে একমত হবেন যে, মানুষ ঐ সমস্ত খাতে সহজেই টাকা বিনিয়োগ করে যেখান থেকে সে কিছু return পাবে বা মুনাফা অর্জন করতে পারবে । আর eCommerce website হল ঠিক সেই রকম একটি ক্ষেত্র যেখানে মানুষ বিনিয়োগ করবে এবং সেখান থেকে মুনাফা অর্জন করবে । সুতরাং আমি হলফ করে বলতে পারি যে আপনি যদি ভালোভাবে eCommerce website development শিখতে পারেন তবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, কাজেরও কোন অভাব হবে না ।
eCommerce website Development করার টুলস সমূহঃ
সাধারণ প্রক্রিয়ায় web developer গন coding করে বিভিন্ন website develop করে থাকেন । একই প্রক্রিয়ায় তারা e-Commerce website ও তৈরি করতে পারবেন । কিন্তু scratch থেকে ই-কমার্স (eCommerce) ওয়েবসাইট তৈরি করা অনেক ব্যয় ও সময় সাপেক্ষ ব্যাপার । তাই সহজে ও স্বল্প সময়ে eCommerce website তৈরি করার জন্য আমরা বিভিন্ন paid ও opensource eCommerce script (CMS) ব্যাবহার করে থাকি যেমন – WP-woocommerce, Magento, OpenCart, Prestashop, Virtuemart, osCommerce ইত্যাদি ।
বিশ্বব্যাপী আমরা প্রায় ২৫০ টিরও বেশি eCommerce Website নিয়ে কাজ করেছি । সেগুলোর ৯৮% ই Magento (মেজেন্টো) eCommerce platform ব্যবহার করে তৈরি হয়েছে । eCommerce website তৈরি করার জন্য Magento অত্যন্ত নিরাপদ ও দারুণ একটি tool । আমরা নিজেরা যেহেতু Magento ব্যবহার করে eCommerce website তৈরি করি তাই এখানে Magento ব্যবহার করেই আপনাদেরকে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা শেখানো হবে ।
Magento (মেজেন্টো) সম্পর্কে কিছু কথাঃ
আমাদের মাঝে অনেকেই আছেন যাদের কাছে Magento (মেজেন্টো) শব্দটি একেবারেই নতুন কিংবা আগে শুনেছেন কিন্তু জানেন না যে এটা কি, কোন কাজে ব্যবহৃত হয়, কেন এটা এত জনপ্রিয়, এটার সুবিধা বা অসুবিধা কি কি । আজ আমি আপনাদের সাথে Magento সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব ।
Magento হচ্ছে বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় একটি open-source eCommerce platform যা ব্যাবহার করে আপনি খুব সহজেই eCommerce বা online shopping website তৈরি করতে পারবেন । সারা বিশ্বে eCommerce website তৈরিতে Magento এখন ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে । এটা দিয়ে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ এমনকি আপনার যদি কোন custom requirement না থাকে তবে Magento দিয়ে একদিনেই আপনার eCommerce website তৈরি করে ফেলতে পারবেন ।
Magento এর features: একটি eCommerce বা Online shop এর জন্য প্রয়োজনীয় সকল বৈশিষ্ট্যই Magento তে বিদ্যমান রয়েছে। Magento এর সকল বৈশিষ্ট্য সম্পর্কে এখানে বিস্তারিত বলা সম্ভভ নয় । একটি eCommerce website বা Online Business চালানোর জন্য Magento eCommerce Platform – এর প্রয়োজনীয় কিছু features নিচে তুলে ধরা হল ঃ
আমাদের প্রতিষ্ঠানে eCommerce development কেন শিখবেন?
eCommerce Development-এ আমরা প্রায় ৫ বছর অতিক্রম করেছি এবং বিশ্বব্যাপী প্রায় ২৫০ টিরও বেশি eCommerce website নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমাদের রয়েছে । আপনি ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখায় এমন যেকোনো প্রতিষ্ঠানেই খবর নিয়ে দেখতে পারেন তবে আমাদের কাছে যে সকল সুবিধাগুলো আপনি পাবেন সেগুলো বিবেচনা করলেই বুঝবেন eCommerce website development প্রশিক্ষণে আমরাই (Website Solutions) সেরা । আমাদের সুবিধা সমূহ ঃ
- অভিজ্ঞ eCommerce Developer বা প্রশিক্ষকদের মাধ্যমে কোর্স পরিচালনা করা হবে । আমাদের প্রশিক্ষকদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন ।
- আমরা Magento ব্যবহার করে eCommerce development শেখাব । এটি বর্তমান সময়ে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় এবং খুবই নিরাপদ একটি eCommerce Platform ।
- আপনার online shop এর জন্য আপনার পছন্দ অনুযায়ী একটি Domain এবং Hosting বিনামূল্যে পাবেন (১ বছরের জন্য) । এই domain-hosting এ আপনি সব হাতে-কলমে শিখবেন ।
- Live server এ real project করানোর মাধ্যমে শিখতে পারবেন । সুতরাং কোর্স শেষে এমনিতেই আপনার একটি eCommerce website তৈরি হয়ে যাবে । এই website দিয়েই Online-এ ব্যবসা শুরু করতে পারবেন ।
- কোন কারণে আপনি এই course complete করতে না পারলে পরবর্তী ব্যাচে বিনামূল্যে পুনরায় সম্পূর্ণ কোর্স করতে পারবেন । সেক্ষেত্রে পরবর্তী কোর্স শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
- কাজ শেখার পর আপনি যদি Freelancing করতে চান তার জন্য আমাদের রয়েছে Free workshop on freelancing and outsourcing. আমাদের প্রায় সকল টিম মেম্বারই অভিজ্ঞ Freelancer তাই এ ব্যাপারে সার্বক্ষণিক সহায়তা পাবেন ।
এক কথায় বলা যায় যে, আমাদের এই কোর্সের এর মাধ্যমে আপনি একটি পূর্ণাঙ্গ eCommerce website বা Online shop নিজে নিজে তৈরি করতে সমর্থ হবেন এবং এর সকল eCommerce features মেইনটেইন করতে পারবেন । আমাদের এই কোর্সের Outline এবং fee জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ।
এই কোর্সটির জন্যে কারা আবেদন করতে পারবেন?
আমাদের এই কোর্সটি অংশগ্রহণ করতে হলে আপনাকে ইংরেজি ভাষাতে মোটামোটি দক্ষ হতে হবে এবং eCommerce website development শেখার দৃঢ় ইচ্ছা ও ধর্য্য থাকতে হবে । এটি কোন স্কুলের বাচ্চাদের জন্য নয় । এই কোর্সের জন্য আবেদনকারীর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বিবেচনা করে থাকি সেগুলো তুলে ধরা হলোঃ
- যারা নিজের online store নিজেরাই তৈরি এবং maintain করতে চান এবং যাদের অনলাইন শপ default functionality দিয়েই চালানো যাবে (সেক্ষেত্রে পূর্বে web design and development জানতে হবে না) ।
- যারা web design and development জানেন, এখন eCommerce website development শিখে নিজের skill বৃদ্ধি করতে চান ।
- যারা ইতিমধ্যে Magento দিয়ে online store তৈরি করিয়েছেন এবং এখন নিজেরাই সেই store maintain করতে চান (এক্ষেত্রে web design না জানলেও চলবে, শুধু website maintenance functionality শিখবেন) ।
- যারা eCommerce website development শিখতে চান অথছ web design and development জানেন না, তাদের জন্য রয়েছে আমাদের web design and development course । প্রথমে web development শিখে পরে Magento eCommerce development শিখতে পারবেন ।
- যারা course complete করে ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে বিভিন্ন Online job marketplace গুলোতে Freelancing করতে চান ।
আপনার যা করনীয়ঃ আমাদের আসন সীমিত । তাই দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার আসন টি নিশ্চিত করুন । Registration করতে নিচের বড় বাটনে ক্লিক করুন । আপনার eCommerce site এর জন্য কাঙ্খিত domain name টা select করে (অবশ্যই domain availability check করে নিবেন) আমাদের registration form টা fill-up করবেন । ক্লাস টপিক অনুযায়ী live project এ কাজ করার জন্য আপনাকে ল্যাপটপ ক্যারি করতে হবে ।
বি.দ্রঃ নিয়মিত ক্লাস এবং home-work না করলে কিংবা কোন প্রকার ফাঁকিবাজি করলে আপনার ব্যাৰ্থতার দায়ভার আপনাকেই বহন করতে হবে । সেক্ষেত্রে আপনি চাইলে পরবর্তীতে কোর্সটি বিনামূল্যে আবার করতে পারবেন । আরও কিছু জানার প্রয়োজন হলে নিচের মোবাইল নাম্বারে কল করুন ।