যারা ফ্রীল্যান্সিং -এ ক্যারিয়ার গড়তে চান বা কাজ শিখে ঘরে বসে আয় করতে চান তাদের জন্যে আমাদের প্রফেশনাল কোর্স:

freelancing workshop in Dhaka

“আউটসোর্সিং” এবং “ফ্রীল্যান্সিং” শব্দ দুটির সাথে কম-বেশি সবাই পরিচিত। বর্তমানে আয় করার অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে ফ্রীল্যান্সিং। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো বিভিন্ন দৈনিক-পত্রিকা, সোশ্যাল মিডিয়া বা অন্য কোন মাধ্যম থেকে ফ্রীল্যান্সিং ও আউটসোর্সিং সম্পর্কে শুনেছেন এবং নিজে ফ্রীল্যান্সিং করতে আগ্রহী হয়েছেন। এদেশে অনেকেই এই ফ্রীল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, কেউ কেউ আবার চাকুরীর পাশাপাশি পার্ট-টাইম ফ্রীল্যান্সিং করে আয় করছেন কিছু বাড়তি অর্থ।

বিশ্বব্যাপী অসংখ্য কাজের জন্য আউটসোর্স করা হয়ে থাকে। ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস (যেমন – Upwork, Freelancer) গুলোতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের কাজের উপর জব পোস্ট হয়ে থাকে যেমন ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেসন, এনিমেশন, ডাটা এন্ট্রি, কন্টেন্ট লেখা ইত্যাদি সহ আরও অনেক ধরনের কাজ। এই জব গুলো করার জন্য দক্ষ জনবলের খুবই অভাব রয়েছে। এসব জব করতে হলে প্রয়োজন দক্ষতা অর্জন করা বা কাজ শেখা। তাই ফ্রীল্যান্সিং শুরু করার পূর্বেই নিজেকে দক্ষ করে গড়ে তুলা আবশ্যক।

ফ্রীল্যান্সিং সেক্টরে কাজের চাহিদা ও আয়ের কথা বিবেচনা করে আমাদের নিন্মউক্ত কোর্স গুলোর মডেল করা হয়েছে। আপনার পছন্দ অনুযায়ী কোর্স করে নিজেকে ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে জব করার উপযোগী করে তুলতে পারেন।

আউটসোর্সিং-এ অধিক চাহিদার উপর ভিত্তি করে কর্মদক্ষতা অর্জনে আমাদের কোর্স সমূহঃ

 

ভাবছেন কোন কোর্সটি করবেন ?

অনেকেই আছেন যারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে, কোন কাজ শিখবেন? কোথায় থেকে শুরু করবেন বা ভবিষ্যতে কোন ধরনের কাজের ডিমান্ড থাকবে? কোন কোর্সটি করলে ভালো আয় করতে পারবেন বা কোনটি শিখে সহজে আয় করা যায় ? এই প্রশ্নগুলো অনেকেই আমাদের করেন। একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে যে , পৃথিবীতে শর্টকাটে টাকা আয় করার কোনো বৈধ পথ নেই। আপনাকে ধৈর্য নিয়ে কঠোর পরিশ্রম করে দক্ষতা অর্জন করতে হবে।

এছাড়া যে সকল কাজ শিখতে অল্প পরিশ্রম বা সময় লাগে সে সব ক্ষেত্রে কাজ পাওয়ার জন্য কম্পিটিশন অনেক বেশি হয়। ফ্রীল্যান্সিং এ আপনাকে বিশ্বব্যাপী প্রতিযোগিতা করে কাজ পেতে হয়। তাই যথার্থ সময় ও শ্রম দিয়ে এমন কিছু শেখার চেষ্টা করুন যেখানে আপনার প্রতিযোগীর সংখ্যা কম হবে এবং ভালো রেটে কাজ করতে পারবেন।

এসব কথা বিবেচনা করে এবং ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস এর জবের ডিমান্ডের উপর ভিত্তি করে নতুনদের জন্য আমাদের ৪ টি কোর্স রয়েছে সেগুলা হলো Web Design and Development, Creative Graphic Design, Responsive Web Design এবং Search Engine Optimization (SEO). এছাড়া অ্যাডভান্স লেভেলে WordPress ও Magento কোর্স দুটি রয়েছে। এই কোর্স দুটি করার পূর্বে আপনাদের অবশ্যই Web Design and Development জানা থাকতে হবে।

আপনার যদি ফ্রীল্যান্সিং করার প্রবল ইচ্ছা থাকে এবং সময় ও শ্রম দেবার জন্য মনস্থির করে থাকেন তাহলে উপরিউক্ত কোর্স গুলো থেকে আপনার পছন্দেরটি বেছে নিতে পারেন।

Book a Seat for your desired Course now!

আমাদের প্রতিষ্ঠানে কেন কোর্স করবেন ?

আমাদের টিম এ রয়েছে বেশ কয়েকজন সফল ফ্রীল্যান্সার যারা দীর্ঘদিন যাবৎ অনলাইন মার্কেটপ্লেস গুলোতে সফলতার সাথে কাজ করে আসছে এবং প্রতিনিয়তই আমাদের স্টুডেন্ট এবং ফ্রীল্যান্সিং এ আগ্রহী সকলের কর্মদক্ষতা বাড়াতে এবং ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে সবধরনের সাহায্য সহযোগিতা করে আসছে। আমাদের কাছে যে সকল সুবিধাগুলো আপনি পাবেন সেগুলো বিবেচনা করলেই বুঝবেন কর্মদক্ষতা বৃদ্ধিতে আমাদের (Website Solutions এর) প্রশিক্ষনই সেরা । আমাদের সুবিধা সমূহ ঃ

  • অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কোর্স পরিচালনা করা হবে। আমাদের প্রশিক্ষকদের সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
  • আমাদের প্রতি কোর্সের কন্টেন্ট ফ্রীল্যান্সিং জবের ডিমান্ড অনুযায়ী দক্ষ ফ্রীল্যান্সার কর্তৃক তৈরী করা হয়েছে।
  • আপনি সরাসরি একজন প্রফেশনাল এর থেকে শেখার সুযোগ পাবেন।
  • প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড আপনি পাবেন যা থেকে পরবর্তীতে আপনি প্রয়োজন হলে রিভিউ করতে পারবেন।
  • কাজ শেখার পর Freelancing শুরু করতে আমাদের রয়েছে Freelancing ও outsourcing বিষয়ক Free Workshop.
  • কোন কারণে আপনি কোর্স শেষ করতে না পারলে পরবর্তী ব্যাচে বিনামূল্যে পুনরায় সম্পূর্ণ কোর্স করতে পারবেন । সেক্ষেত্রে পরবর্তী কোর্স শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ।

এক কোথায় বলা যায় যে, আমাদের কোর্সগুলোর মাধ্যমে আপনি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন এবং ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ শুরু করার জন্য উপযুক্ত হয়ে উঠবেন।

আমাদের টিমের কিছু দক্ষ ও সফল ফ্রীল্যান্সারঃ

Md. Sabur Khan
Md. Sabur KhanMagento Expert
Md. Sabur Khan is a Magento based eCommerce website developer and successful freelancer. View Profile
Zahidur Rahman
Zahidur RahmanCakePHP & Laravel Expert
Zahidur Rahman is our experienced PHP, Cakephp and Laravel developer. He is also a professional successful freelancer. View Profile
Md. Al Amin
Md. Al AminPHP & WordPress Expert
Md. Al Amin is one of our PHP expert. He also very well in WordPress Magento Development. View Profile
Pronaya Sarker
Pronaya SarkerWordPress & SEO Expert
Pronaya Kumar Sarker is one of our experienced WordPress developer and successful freelancer. View Profile
Md. Salim Sazzad
Md. Salim SazzadeCommerce Expert
Salim Sazzad is one of our Magento Developer. He is very good in responsive web design and successful as a freelancer. View Profile
Md. Gulam Saruar
Md. Gulam SaruarJoomla Developer
Gulam Saruar is an expert in Joomla and WordPress based website development and successful freelancer. View Profile
Click here to see all of our team members
 

আমাদের কোর্সগুলোর অসুবিধা সমূহঃ

  • আমাদের কোনো শাখা নাই, তাই আপনি যেখানেই থাকেন, আপনাকে আমাদের অফিস এ এসে কোর্স এ জয়েন করতে হবে।
  • আমাদের কোর্স এ যথেষ্ট পরিমান হোমওয়ার্ক থাকে, তাই আপনাকে প্রতিদিন যথেষ্ট সময় ও শ্রম দিতে হবে।
  • সর্বোচ্চ দুইটি ইনস্টলমেন্ট এ কোর্স ফি পরিশোধ করতে হবে ( তবে এককালীন পরিশোধে বিশেষ ছাড় পাবেন )
 

এই কোর্স গুলোর জন্যে কারা আবেদন করতে পারবেন?

আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে হলে আপনার দক্ষতা অর্জনে দৃঢ় ইচ্ছা ও ধর্য্য থাকতে হবে। আমরা সবাইকে কোর্স-এ ভর্তি নিতে পারি না। এই কোর্স গুলোতে আবেদনকারীর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো বিবেচনা করে থাকি সেগুলো তুলে ধরা হলোঃ

  • কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে।
  • পার্সোনাল কম্পিউটার ( ল্যাপটপ বা ডেস্কটপ ) থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
  • কাজ শেখা এবং ফ্রীল্যান্সিং করার প্রতি দৃঢ় ইচ্ছা ও ধৈর্য থাকতে হবে।
  • অ্যাডভান্স কোর্সগুলোর ক্ষেত্রে পূর্ব থেকেই প্রয়োজনীয় বেসিক জ্ঞান থাকতে হবে।

আপনার যা করনীয়ঃ উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে আপনি যদি নিজেকে উপযোগী মনে করেন তাহলে দ্রুত রেজিস্ট্রেশন করুন। আমাদের আসন সীমিত । তাই দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার আসন টি নিশ্চিত করুন । Registration করতে নিচের বাটনে ক্লিক করুন অথবা এই নাম্বারে- 01991 660 550 কল করুন।

Book a Seat for your desired Course now!

বিশেষ দ্রষ্টব্যঃ নিয়মিত ক্লাস এবং home-work না করলে কিংবা কোন প্রকার ফাঁকিবাজি করলে আপনার পক্ষে ফ্রীল্যান্সিং -এ ক্যারিয়ার গড়া কঠিন হবে । সেক্ষেত্রে আপনি চাইলে পরবর্তীতে কোর্সটি বিনামূল্যে আবার করতে পারবেন । আরও কিছু জানার প্রয়োজন হলে এই নাম্বারে- 01991 660 550 কল করুন।

এছাড়াও অনেকে আছেন যারা হয়তো কাজ জানেন বা অনলাইনে কাজ করার মত দক্ষতা আছে কিন্তু কিভাবে অনলাইনে কাজ পাবেন বা ফ্রীল্যান্সিং শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যে রয়েছে আমাদের Freelancing ও outsourcing বিষয়ক কর্মশালা। আমাদের এই কর্মশালাতে অংশগ্রহণ করে আপনি নিজের কাজের পরিসীমাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন আর হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রীল্যান্সার।